ইরাকে দূতাবাস খুলছে ওমান

প্রকাশ : ১৪ মে ২০১৯, ১৭:২৭

সাহস ডেস্ক

দীর্ঘ ২৯ বছর বন্ধ থাকার পর আবারও ইরাকের দূতাবাস চালু করছে ওমান। দেশটির রাজধানী বাগদাদে দূতাবাসটি খোলা হবে।

১২ মে (রবিবার) ওমান সরকারের পক্ষ থেকে দূতাবাস খোলার এ ঘোষণা দেয়া হয়। বাগদাদের সঙ্গে নতুন করে কূটনৈতিক সম্পর্ক জোরদারে ওমান সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

ইরাক বিশ্বাস করে যে, বাগদাদে ওমানের দূতাবাস পুনরায় চালু করার যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তা আরব দেশগুলোর মধ্যে ইতিবাচক উন্নতির ইঙ্গিত দেয়। যুগান্তকারী এ সিদ্ধান্ত দ্বিপক্ষীয় কার্যক্রমের ক্ষেত্রে বিরাট অবদান রাখবে।

২০১৫ সালের সেপ্টেম্বরে সৌদি আরব ইরাকের সঙ্গে পুনরায় কূটনৈতিক সম্পর্কের সূচনা করে। এর অংশ হিসেবে গত এপ্রিলের শুরুর দিকে ৩০ বছর পর বাগদাদে দূতাবাস খুলেছে সৌদি আরব।

গত কয়েক বছর ধরেই ইরাক ও ওমানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতি হয়েছে। উভয় পক্ষই বলছে, আঞ্চলিকভাবে তারা নিরপেক্ষতার নীতি অনুসরণ করে সামনে আগাতে চায়।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত