আন্দোলনরত সুদানীদের উপর অস্ত্রধারী হামলায় নিহত ৬

প্রকাশ | ১৪ মে ২০১৯, ১৭:১৯ | আপডেট: ১৪ মে ২০১৯, ১৭:২২

অনলাইন ডেস্ক

বেসামরিক কর্তৃপক্ষের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবিতে আন্দোলন করছে সুদানীরা। এই আন্দোলনরত সুদানীদের উপর অস্ত্রধারীরা হামলা চালালে পাঁচজন বিক্ষোভকারীসহ নিহত হয়েছে ছয় জন।

১৩ মে (সোমবার) রাতে এই হামলার আগে একটি যৌথ কাউন্সিল গঠনের ব্যাপারে সেনাবাহিনীর সঙ্গে একমত হয় বিরোধীরা। এর মধ্যেই রাতে হামলার ঘটনা ঘটল।

খার্তুমে সেনাবাহিনীর হেডকোয়ার্টারের সামনে এই হামলার ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ অবশ্য হামলায় একজন সেনা কর্মকর্তাসহ দুজন মারা যাওয়ার কথা জানিয়েছে। এতে বেশ কিছু বেসামরিক নাগরিক আহত হয়েছে।

দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, তাদের মেজর পর্যায়ের একজন কর্মকর্তাও মারা গেছেন। তবে এই হামলার জন্য কারা দায়ী সে সম্পর্কে সরাসরি কিছু বলেনি সেনাবাহিনী।

সাহস২৪.কম/ইতু