মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশ : ১১ মে ২০১৯, ১৬:৪০

সাহস ডেস্ক

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এবার মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে মার্কিন সরকার।

পানি ও স্থলে চলাচল উপযোগী যানবাহন এবং বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আরলিংটন উপসাগরীয় এলাকায় ইউএসএস আব্রাহাম লিংকন নামে আরেকটি যুদ্ধজাহাজের সাথে যোগ দেবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ইতোমধ্যে ইউএস বি-৫২ বোমারু বিমান কাতারের বিমানঘাঁটিতে পৌঁছেছে।

ওয়াশিংটন বলছে, ওই অঞ্চলে মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরান অভিযান চালাতে পারে এমন সম্ভাবনার পরিপ্রেক্ষিতে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

অন্যদিকে, আমেরিকার এ ধরনের অভিযোগকে অর্থহীন বলে প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান একে ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ হিসেবে আখ্যায়িত করেছে।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত