লাহোরে বোমা হামলার ঘটনায় গ্রেপ্তার ৪

প্রকাশ : ১১ মে ২০১৯, ১৬:২০

সাহস ডেস্ক

পাকিস্তানের রাজধানী লাহোরে আত্মঘাতী বোমা হামলায় জড়িত সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পাকিস্তান পুলিশ।

১০ মে (শুক্রবার) স্থানীয় সময় বিকালে লাহোরের গরহি শাহুতে এক বিশেষ অভিযান চালিয়ে সেই চার অভিযুক্তকে আটক করা হয়।

ভয়াবহ সেই বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলেই পুলিশসহ অন্তত ১২ জনের মৃত্যু হয়। আর এতে গুরুতর আহত হন কমপক্ষে অর্ধশতাধিক লোক। যদিও কর্তৃপক্ষের দাবি হামলায় নিহতদের অর্ধেকই পুলিশ অফিসার।

উল্লেখ্য, গত ৮ মে (বুধবার) স্থানীয় সময় সকালে এলিট ফোর্সের সদস্যরা শহরের দাতা দরবার মাজার প্রাঙ্গণে রুটিন দায়িত্ব পালন করছিলেন। এ সময় আচমকা সেই আত্মঘাতী বোমাটি বিস্ফোরিত হয়।

লাহোর পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘হামলায় অভিযুক্ত আটক চারজনের মধ্যে একজন রিকশাওয়ালা। সে দিন সুইসাইড বোম্বারকে সেই রিকশাওয়ালাই দাতা দরবারের দরগায় পৌঁছে দিয়েছিল বরে জানা যায়। আমরা ধারণা করছি, আটককৃত সকলেই স্থানীয় জঙ্গি সংগঠনগুলোর সদস্য।’

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত