ইয়াংগনে বিমান দুর্ঘটনার তদন্তে ৬ সদস্যের কমিটি

প্রকাশ | ১০ মে ২০১৯, ১৫:১৯

অনলাইন ডেস্ক

মায়ানমারের ইয়াংগন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি তৈরি হয়েছে।

বিমানের জনসংযোগ শাখার জিএম শাকিল মেরাজ জানান, ‘তাদের চিফ অব ফ্লাইট সেইফটি ক্যাপ্টেন শোয়েব চৌধুরী ৬ সদস্যের এই তদন্ত দলের নেতৃত্ব দিচ্ছেন।’

ইয়াংগন বিমানবন্দরে বুধবার সন্ধ্যায় নামার সময় রানওয়ে থেকে ছিটকে যায় ড্যাশ ৮-কিউ ৪০০ বিমানটি।

ক্ষয়ক্ষতি নিরূপণে বিমানের গ্রাউন্ড ইঞ্জিনিয়ারদের একটি দল মায়ানমারে গিয়েছে। ঢাকা থেকে ২৯ যাত্রী, চার ক্রু ও দু'জন গ্রাউন্ড ইঞ্জিনিয়ার-সহ মোট ৩৫ জন আরোহী নিয়ে মায়ানমারের পথে রওনা হয়েছিল বিমানের ফ্লাইট বিজি ০৬০। 

ইয়াংগনে নামার সময় বিমানটি বজ্রঝড়ের কবলে পড়ে। সন্ধ্যা ৬টা ২২ মিনিটে অবতরণের পর বিমানটি ছিটকে রানওয়ের বাইরে চলে যায়। দুর্ঘটনার পর দু-ঘণ্টার বেশি সময় ইয়াংগন আন্তর্জাতিক বিমানবন্দরে সমস্ত বিমানের ওঠানামা বন্ধ করে দেওয়া হয়।

সাহস২৪.কম/ইতু