শ্রীলঙ্কায় মুসলিমদের দোকানে আগুন

প্রকাশ : ১০ মে ২০১৯, ১২:৪২

সাহস ডেস্ক

ইস্টার সান-ডে’তে ধারাবাহিক বিস্ফোরণের জেরে শ্রীলঙ্কায় ফের মুসলমানদের যানবাহন ও দোকানপাট ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

গত ৮ মে (বুধবার) বিকালে ক্যাথলিক খ্রিস্টানদের আক্রমণে কলম্বোর পরুটোটা গ্রাম রণক্ষেত্রে পরিণত হয়।

জানা যায়, স্থানীয় এক অটোরিকশার চালকের সঙ্গে তর্কে জড়ায় ক্যাথলিক সম্প্রদায়ের কিছু মানুষ। ওই রিকশাচালক মুসলিম ছিলেন, তাই বিস্ফোরণ ও সন্ত্রাসের প্রসঙ্গ ওঠে। মুসলিম ওই ব্যক্তিকে বেধড়ক মারধর করা হয়, তার রিকশায় আগুন জ্বালিয়ে দিয়ে উত্তেজিত জনতা আরো চড়া হয় এলাকার অন্য মুসলিম দোকানগুলোতে।

গ্রামের বেশ কয়েকটি দোকানে ভাঙচুর চালানো হয়েছে। আগুন লাগিয়ে দেওয়া হয়েছে মুসলিমদের দুই দোকানে।

শ্রীলঙ্কা পুলিশের মুখপাত্র রুয়ান গুনশেখরা জানিয়েছেন, কিছু মদ্যপ লোকজন উত্তেজনার বশে এমন কাণ্ড ঘটিয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পরে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত