ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

প্রকাশ : ০৯ মে ২০১৯, ১১:৪২

সাহস ডেস্ক

পরমাণু চুক্তি থেকে সরে আসায় ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

৮ মে (বুধবার) এক নির্বাহী আদেশে ডোনাল্ড ট্রাম্প ইরানের ইস্পাত, অ্যালুমিনিয়াম, তামা ও লোহার ওপরে নিষেধাজ্ঞা জারি করে।

বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে অর্থনীতিকে চাঙা রাখতে শক্তিশালী ভূমিকা রাখে ইরানের এই সব খাত।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘ইরানের রপ্তানি শিল্পে যে খাত ১০ শতাংশ ভূমিকা রাখে, সেটির ওপরে আজকের এই নিষেধাজ্ঞা।’

ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখা অন্য দেশগুলোর প্রতিও হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘বাকি দেশগুলোও যদি ইরান থেকে ইস্পাত, লোহাসহ অন্যান্য ধাতু আমদানি করে, তা কোনোভাবে সহ্য করা হবে না।’

ইরানের প্রেসিডেন্টের হুমকি, ‘যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থেকে তার দেশের তেল ও ব্যাংকিং শিল্পকে রক্ষার পথ খুঁজতে অন্য পাঁচ শক্তি প্রতিশ্রুতিবদ্ধ না হলে ৬০ দিনের মধ্যে অনুমোদিত নিম্ন মাত্রার চেয়ে বেশি পরিমাণে পরমাণু সমৃদ্ধকরণ শুরু করবে তেহরান।’

ইরানের সঙ্গে ২০১৫ সালের চুক্তিটিতে সই করে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। চুক্তি অনুযায়ী, নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণে রাখতে সম্মত হয় ইরান।

গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ থেকে সরে এসে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করে, যার বিরোধিতা করে ওয়াশিংটনের ইউরোপীয় মিত্ররা।

যুক্তরাষ্ট্রের তোপে পড়ার ভয়ে ইউরোপের বড় সব প্রতিষ্ঠান ইরানের সঙ্গে ব্যবসার পরিকল্পনা বাতিল করেছে।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত