পাকিস্তান সীমান্তে ভারতের ৪৬৪টি ট্যাংক মোতায়েন

প্রকাশ : ০৮ মে ২০১৯, ১৬:৪০

সাহস ডেস্ক

পাকিস্তান সীমান্তে রাশিয়ার তৈরি আরও ৪৬৪টি টি-৯০ ট্যাংক মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

ট্যাঙ্ক মোতায়েন ছাড়াও সীমান্ত এলাকায় যেসব সেনা জওয়ান অভিযানে আছেন তাদেরকেও উচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

ফলে পরিস্থিতি আবার জটিল হয়ে উঠছে বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা।

এসব ট্যাংকের নৈশ যুদ্ধর সক্ষমতা থাকবে। ২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে এ সব ট্যাংক মোতায়েন করা হবে। এই ট্যাংক ক্রয়ে ভারতের ব্যয় হবে ১৩,৪৪৮ কোটি রুপি। 

পাকিস্তান যখন রাশিয়ার কাছ থেকে ৩৬০টি একই ট্যাংক কেনার জন্য আলোচনা অব্যাহত রেখেছে তখন এ পদক্ষেপ নিয়েছে ভারত। 

ভারতের ৬৭টি সাঁজোয়া রেজিমেন্টের কাছে বর্তমানে টি-৯০ ট্যাংক রয়েছে ১০৭০টি। পাশাপাশি রয়েছে ১২৪টি অর্জুন ট্যাংক, ২৪০০টি পুরানো টি-৭২ ট্যাংক।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত