x

এইমাত্র

  •  আজ ১৭ই জুলাই প্রকাশিত হচ্ছে এইচ এস সি ফলাফল ২০১৯।

নওয়াজ শরিফ আবারও জেলে

প্রকাশ : ০৮ মে ২০১৯, ১৪:৪০

সাহস ডেস্ক

ছয় সপ্তাহের জামিনের মেয়াদ শেষ হলে আবারও জেলে গেলেন পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

দুর্নীতির একটি মামলা নওয়াজ শরিফকে ৭ বছরের হাজতবাসের নির্দেশ দিল আদালত৷ রায়ের পর শরিফের প্রতিক্রিয়া, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁকে ফাঁসানো হয়।

আদালত জানিয়েছে, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতি মামলায় নিজেকে নির্দোষ প্রমাণে প্রয়োজনীয় নথি দেখাতে পারেননি৷ সৌদি আরবে স্টিল মিল-এর মালিকানা ও আয়ের উত্‍‌স সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি শরিফ৷

৭ মে (মঙ্গলবার) তার দলের কর্মী-সমর্থকদের মিছিলের সঙ্গে লাহোরের কোট লাখপাত জেলে যান তিনি।

স্থায়ী জামিনের জন্য ৩ মে নওয়াজের একটি আবেদন বাতিল করে দেন দেশটির সুপ্রিম কোর্ট। ফলে গতকাল তাকে জেলে যেতে হয়। এর আগে গত ২৬ মার্চ আদালত তার ছয় সপ্তাহের জামিন মঞ্জুর করেন।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত