পাকিস্তানে ভয়াবহ হামলায় নিহত ৮, আহত ২৫

প্রকাশ | ০৮ মে ২০১৯, ১৩:৫৯

অনলাইন ডেস্ক

আত্মঘাতী এক বিস্ফোরণে পাকিস্তানের লাহোরে সুফি মুসলিম মাজার ‘দাতা দরবার’ এর কাছে কমপক্ষে আটজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ২৫ জন।

৮ মে (বুধবার) স্থানীয় সময় সকাল পৌনে ৯টায় ওই মাজারের বাইরের দিকে বোমা বিস্ফোরণ ঘটে। দেশটির অন্যতম সংবাদমাধ্যম ডনে এই তথ্য জানিয়েছে।

জানা যায়, দাতা দরবার মাজারের ২ নং গেটের কাছে পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। পাকিস্তানের ওই মাজারটিতে সবচেয়ে বেশি দর্শণার্থীদের ভিড় হয়ে থাকে। ভিড় সামলাতে মাজারে বরাবরই বিপুল পুলিশ মোতায়েন হয়ে থাকে।

পাঞ্জাব পুলিশের মহাপরিদর্শক আরিফ নেওয়াজ জানিয়েছেন, এই ঘটনায় তার বাহিনীর পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে। তবে এতে তিন সাধারণ মানুষেরও মৃত্যু হয়েছে।

দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রাচীণতম মাজারের একটি লাহোরের দাতা দরবার সুফি মাজার। এর আগে ২০১০ সালেও এই মাজারে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছিল। সেসময়ও বহু মানুষ মারা যায়।

সাহস২৪.কম/ইতু