x

এইমাত্র

  •  গত ২৪ ঘন্টায় করোনায় নতুন সংক্রমিত ৩০২৭ জন, মৃত ৫৫ জন
  •  বান্দরবানে জেএসএস’র দুই গ্রু‌পের গোলাগু‌লিতে নিহত ৬
  •  মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যু ৫ লাখ ৪০ হাজার, আক্রান্ত ১ কোটি ১৭ লাখেরও বেশি
  •  ভারতে মৃত্যু ২০ হাজারের বেশি, আক্রান্ত ৭ লাখ পার
  •  সারাদেশে করোনার উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় ২৬ জনের মৃত্যু

দক্ষিণ সুদানে ভয়াবহ দাবানলে ১৩৮টি বাড়ি, নিহত ৩৩

প্রকাশ : ০৮ মে ২০১৯, ১৩:৪৮

সাহস ডেস্ক

দক্ষিণ সুদানের পশ্চিমাঞ্চলের বাহর আর ঘাজল অঞ্চলের চারটি গ্রাম ইতোমধ্যে নিশ্চিহ্ন হয়ে গেছে। প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩৩ জন।

৬ মে (সোমবার) দেশটির কর্মকর্তারা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। গুরুতর অবস্থায় অন্তত ৬০ জন হাসপাতালে চিকিৎসাধীন আছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুষ্ক আবহাওয়া ও ঝোড়ো বাতাসের কারণে সম্প্রতি দক্ষিণ সুদানের পশ্চিমাংশে বনে দাবানল দেখা দেয়। সেই আগুন ক্রমশ পার্শর্বর্তী এলাকায় ছড়িয়ে পড়ে। কোরোক ইস্ট কাউন্টিতে ১৩৮টি বাড়ি পুড়ে গিয়েছে। মৃত্যু হয়েছে ১০ হাজারের বেশি গবাদি পশুর। এ বিষয়টি নিশ্চিত করেছেন লোল রাজ্যের তথ্যমন্ত্রী মাথক ওয়াল।

মুখপাত্র অ্যাটেনি ওয়েক অ্যাটেনি বলেছেন,‘প্রত্যন্ত অঞ্চলে ঘটনাটি ঘটেছে। তাই আহতদের দেওয়া চিকিৎসা সেবা পর্যাপ্ত নয়।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত