শূন্য প্লাকার্ড নিয়ে গ্রেপ্তার সাংবাদিক আসলান

প্রকাশ : ০৮ মে ২০১৯, ১২:৫৭

সাহস ডেস্ক

হাতে শূন্য প্লাকার্ড নিয়ে কাজাখস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর ওরাল-এর আবায় স্কয়ারে দাঁড়ালেন আসলান সাগুতদিনভ। এই শূন্য প্লাকার্ডের প্রতিবাদও সহ্য হয়নি কর্তৃপক্ষের। ফলে গ্রেপ্তার করা হয় ২৪ বছর বয়সী এই সাংবাদিককে।

বিবিসি জানায়, রাজপথে লেখাশূন্য কোনো প্লাকার্ড নিয়ে অবস্থান নিতে পারবেন কিনা সেটা পরীক্ষা করে দেখার জন্য সেন্ট্রাল কাউন্সিল অফিসের সামনে দাঁড়ান আসলান।

পুলিশ আসার আগ মুহূর্তে তাকে বলতে দেখা যায়, ‘দেশটি উত্তর কোরিয়ায় পরিণত হওয়ার আগে আমাদের এটা থামাতে হবে।’

শহরের মেয়র অফিসের অভ্যন্তরীণ বিষয়ক প্রধান ইয়েরবল কুশেকভের নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশের একটি টহল দল আসে এবং আসলানকে গাড়িতে তুলে নিয়ে যায়।

গত মার্চে দীর্ঘদিনের একনায়ক নুরসুলতান নাজারবায়েভ ক্ষমতা ছেড়ে দিলে দেশটির রাজপথে বেশ কিছু বিক্ষোভের ঘটনা ঘটে। বিশেষ করে জনগণের সম্মতি ছাড়াই রাজধানীর নাম এই একনায়কের নামে পরিবর্তন করায় ক্ষোভের সৃষ্টি হয়।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত