কাতারের আটক জাহাজ ফিরিয়ে দিয়েছে আমিরাত

প্রকাশ : ০৭ মে ২০১৯, ১৭:৫৩

সাহস ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের জলসীমায় প্রবেশের অভিযোগে গত ৩০ এপ্রিল আটক কাতারের একটি সামরিক জাহাজ ফিরিয়ে দেয়া হয়েছে।

৬ মে (সোমবার) আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, ৩০ এপ্রিল আমিরাতের জলসীমায় প্রবেশের অভিযোগে নৌযানটি আটক করা হয়। ওই নৌযানটিতে কাতারের দুই সামরিক ব্যক্তি ছিলেন। তাছাড়া একজন ফিলিস্তিনি ও একজন ভারতীয় নাগরিকও ছিলেন নৌযানটিতে।

এদিকে আরব আমিরাতের নৌযান ফিরিয়ে দেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছে কাতার।

২০১৭ সাল থেকে সৌদি আরব, মিসর ও বাহরাইনসহ কাতারের বিরুদ্ধে যে দেশগুলো কূটনৈতিক ও বাণিজ্যিক অবরোধ আরোপ করেছে আরব আমিরাতও তাদের সঙ্গে রয়েছে। মধ্যপ্রাচ্যের এ দেশগুলো কাতারের বিরুদ্ধে সন্ত্রাসী গোষ্ঠীর সমর্থন ও অর্থায়নের অভিযোগে এই পদক্ষেপ নেয়। তবে কাতার এসব অভিযোগ শুরু থেকেই অস্বীকার করেছে এবং চলমান নিষেধাজ্ঞাকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে দাবি করে আসছে।

সূত্র: আনাদলুর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত