প্রধানমন্ত্রীর মাথায় ডিম ছোড়া অস্ট্রেলিয়ান নারী গ্রেপ্তার

প্রকাশ : ০৭ মে ২০১৯, ১৬:৩৮

সাহস ডেস্ক

জাতীয় নির্বাচনে প্রচারণার সময় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের মাথায় ডিম ছুড়ে মারা নারীকে গ্রেপ্তার করা হয়েছে। ২৫ বছরের ওই নারীকে দেশটির নিউ সাউথ ওয়ালেস রাজ্য পুলিশ আটক করেছে। 

তবে কেন ওই নারী প্রধানমন্ত্রীর মাথায় ডিম মেরেছে সে বিষয়ে কিছু জানায়নি পুলিশ। এভাবে ডিম ছুড়ে মারার ঘটনাটিকে ভীরুতা হিসেবে আখ্যায়িত করেছেন স্কট মরিসন।

আগামী ১৮ মে অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনের প্রচারণায় ক্যানবেরার ৩৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত অ্যালবারি শহরে কান্ট্রি উইমেন অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। অনুষ্ঠান চলাকালীন এক তরুণী প্রধানমন্ত্রীর মাথায় ডিম ছুড়ে মারেন। কিন্তু তখন ডিমটি ভাঙেনি। এ সময় হুড়োহুড়িতে একজন বয়স্ক নারী সেখানে পড়ে যান।

এক সংবাদ সম্মেলনে পুলিশ পরিদর্শক স্কট রাসেল এ ঘটনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, আজ সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে যা ঘটেছে তার সঙ্গে জড়িত একজন নারীকে আমরা আটক করেছি। এ ঘটনায় তদন্ত চলছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত