কাশ্মীরের পুলওয়ামার ভোটকেন্দ্রে গ্রেনেড বিস্ফোরণ

প্রকাশ : ০৬ মে ২০১৯, ২০:৪৪

সাহস ডেস্ক

ভারতে লোকসভা নির্বাচনে পঞ্চম দফার ভোটগ্রহণ চলছে দেশটির সাত রাজ্যের ৫১ আসনে। 

৬ মে (সোমবার) নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থার মধ্যেই জম্মু কাশ্মীরের পুলওয়ামার একটি ভোটকেন্দ্রে গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

রাজ্য পুলিশের এক মুখপাত্র বলেন, ‘এবারের লোকসভা নির্বাচনে এই প্রথম কাশ্মীরের কোনো ভোটকেন্দ্রে সন্ত্রাসী হামলা হলো। যে কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কেন্দ্রটিকে আপাতত বন্ধ করে রেখেছি।’

এর আগে গত শনিবার (৪ মে) অনন্তনাগ জেলা বিজেপির সহসভাপতি গুল মহম্মদ মীর সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।

অপরদিকে পশ্চিমবঙ্গের বারাকপুর আসনে ভোট শুরুর সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা বিজেপি মনোনীত প্রার্থীর ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে দলটির নেতা কর্মীরা।

বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা যেভাবে একের পর এক হামলা চালিয়ে আসছে এতে ভোটাররাও নিজেদের জীবন নিয়ে বেশ শঙ্কিত অবস্থাতে রয়েছেন।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত