গাজায় বহুতল ভবন গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল

প্রকাশ : ০৬ মে ২০১৯, ১৯:১৯

সাহস ডেস্ক

ফিলিস্তিনের গাজায় একের পর এক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইসরায়েল। মাটির সঙ্গে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বহুতল ভবনগুলো। হামলা থেকে রক্ষা পাচ্ছে না আবাসিক টাওয়ারগুলোও।

গত শুক্রবার থেকে বড় ধরনের হামলা শুরু করেছে ইসরায়েল। উদ্দেশ্য হলো গাজার অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া।

একবার যুদ্ধের ধ্বংসযজ্ঞ কাটিয়ে ওঠার আগেই ফের হামলা করে বসে ইহুদিবাদী ইসরায়েল। ফিলিস্তিনিরা যাতে শক্তিশালী অবকাঠামো তৈরি করতে না পারে সেজন্য এ কৌশল নিয়ে থাকেন যুদ্ধবাজ ইসরায়েলি নেতারা।

ইতোমধ্যে ২০০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইসরায়েলি সেনাবাহিনী। বেশ কয়েকটি বহুতল ভবন গুঁড়িয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে।

হামলা থেকে রক্ষা পায়নি তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আনাদলুর গাজা অফিসও। গুঁড়িয়ে দেওয়া হয়েছে সংবাদমাধ্যমটির ভবনটি।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত