সমকামিতার মৃত্যুদণ্ড দেবে না ব্রুনেই

প্রকাশ : ০৬ মে ২০১৯, ১৯:০৩

সাহস ডেস্ক

সমকামিতার জন্য মৃত্যুদণ্ডের শাস্তি থেকে সরে এসেছেন ব্রুনাই সুলতান হাসানাল বোলকিয়া।

৫ মে (রবিবার) সুলতান হাসানুল বলকিয়া নতুন আইনে থাকা মৃত্যুদণ্ডের বিধানের ওপর স্থগিতাদেশ দিয়েছেন।

দক্ষিণ-পূর্ব এশিয়ার ছোট এই দেশটি যখন সমকামিতার জন্য মৃত্যুর বিধান চালু করে তখন বিশ্বজুড়ে তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। যদিও দেশটিতে সমকামিতা আগে থেকেই নিষিদ্ধ ছিল।

মৃত্যুর বিধান চালু করা একমাস আগের আইনটির প্রয়োগ থেকে সরে আসার কথা জানালেন দেশটির সুলতান।

সমকামিতার জন্য পাথর ছুঁড়ে মৃত্যুর শাস্তির আইন জারির পর বিশ্বজুড়ে তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। আইনটি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ ও বিভিন্ন সেলিব্রেটিদের প্রতিবাদ ও দেশটিকে বয়কটের ঘোষণার পর দেশটি নতুন করে এমন সিদ্ধান্ত নিল।

যদিও দেশটিতে এর আগে সমকামিতার শাস্তি ছিল ১০ বছরের কারাদণ্ড।

এখন এসপিসিওর ওপর স্থগিতাদেশ দেয়ার সময়েও তিনি নতুন আইনের পক্ষে কথা বলেছেন। দেশটিতে এবারই প্রথম শাসক কেউ প্রকাশ্যে নিজের করা আইনের বিষয়ে কথা বললেন।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত