ইরানে বিমানবাহী রণতরী পাঠালো যুক্তরাষ্ট্র

প্রকাশ : ০৬ মে ২০১৯, ১৮:৪৯

সাহস ডেস্ক

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র কোনো যুদ্ধ চায় না। কিন্তু কোনো হামলার পাল্টা জবাব দিতে এবং ইরানি শক্তির ছায়াযুদ্ধ মোকাবেলায় আমরা সম্পূর্ণ প্রস্তুতি রয়েছি বলেছেন দেশটির নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন।

ইরানকে কঠোর জবাব দিতে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। রবিবার (০৫ মে) তিনি এ খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “বেশ কিছু ইঙ্গিত ও হুমকি মোকাবেলার প্রস্তুতি হিসেবে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এবং একটি বোম্বার টাস্কফোর্স পাঠানো হয়েছে মধ্যপ্রাচ্যে।”

নির্দিষ্ট কোন হুমকি মোকাবেলায় মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমান পাঠানো হয়েছে। তবে গাজায় ইসরায়েলি হামলা এবং ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা কর্তৃক ইসরায়েলে ব্যাপক রকেট হামলা শুরু হওয়ার পর এ সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে ইসরায়েলের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় শুক্রবার থেকে নিহত হয়েছেন ২৭ ফিলিস্তিনি। নিহতদের মধ্যে রয়েছেন গর্ভবতী মা, চারমাস বয়সী শিশুও। এছাড়া হামাস ও ইসলামিক জিহাদের যোদ্ধাদের পাল্টা রকেট হামলায় নিহত হয়েছে চার ইসরায়েলি।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত