ফের ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

প্রকাশ : ০৪ মে ২০১৯, ১৩:৪৯

সাহস ডেস্ক

ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক আলোচনায় সৃষ্ট অচলাবস্থা নিরসনে চাপ সৃষ্টির জন্য সাগর অভিমুখে স্বল্পপাল্লার একটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে  উত্তর কোরিয়া জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী।

৪ মে (শনিবার) স্থানীয় সময় সকাল ৯টা দিগে এ ক্ষেপণাস্ত্র ছুড়ে উত্তর কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস) এক বিবৃতিতে বলেন, উত্তর কোরিয়া স্থানীয় সময় শনিবার সকাল ৯টা ৬ মিনিট থেকে ৯টা ২৭ মিনিটের মধ্যে পূর্ব উপকূলীয় শহর উনসানের কাছের হোডো উপদ্বীপ থেকে উত্তরপূর্ব দিক লক্ষ্য করে স্বল্প পাল্লার এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

ক্ষেপণাস্ত্রগুলো পূর্ব সাগর বা জাপান সাগর অভিমুখে প্রায় ৭০ থেকে ২০০ কিলোমিটার যাত্রা করে। এক বছরের বেশি সময় পর পিয়ংইয়ং এমন কোনো পরীক্ষা চালাল।

এর আগে ২০১৭ সালের নভেম্বর মাসে শেষবারের মতো ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া।

বার্তা সংস্থা এএফপি

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত