ম্যাক্রোকে উপদেশ দিয়েছেন এরদোগান

প্রকাশ | ২৮ এপ্রিল ২০১৯, ১৬:৪১

অনলাইন ডেস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান প্রথমেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে সৎ হওয়ার পরামর্শ দিয়েছেন।

আর্মেনিয়ার বিষয়টি গণহত্যাও ছিল না, আবার বড় একটি দুর্যোগও ছিল না, যা এক শতাব্দী আগে অস্বস্তিকর অবস্থার সৃষ্টি করেছিল বলে জানিয়েছেন এরদোগান।

এরদোগান বলেন, বলকান যুদ্ধের সময় ২০ লাখ বেসামরিক তুর্কি মানুষ নিহত হয়েছেন, যেখানে রাশিয়ান ও আর্মেনিয়ান আক্রমণের সময় পূর্ব ও দক্ষিণ-পূর্ব আনাতোলিয়ায় ২০ লাখ বেসামরিক নাগরিককে হত্যা করা হয়েছিল।

এরপরও ২৪ এপ্রিলকে তথাকথিত আর্মেনিয়ান গণহত্যা ঘোষণা করায় এরদোগান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সমালোচনা করেন।

এরদোগান এ সময় ম্যাক্রোকে ঔপনিবেশিক যুগে ফরাসি সেনাদের দ্বারা সংঘটিত গণহত্যার ওপর মনোযোগ দেয়ার পরামর্শ দেন।

ম্যাক্রোকে উপদেশ দিয়ে এরদোগান বলেন, প্রথমেই রাজনীতিতে সৎ হতে শেখেন, তা ছাড়া জয়ী হতে পারবেন না।

সাহস২৪.কম/ইতু