‘রুয়ান্ডার গণহত্যায় ফ্রান্স, অথচ আমাদেরকে মানবাধিকার শেখাতে চায়’

প্রকাশ : ২৪ এপ্রিল ২০১৯, ২২:৪৮

সাহস ডেস্ক

‘যারা মানবাধিকার, গণতন্ত্র, আর্মেনিয়ান সমস্যা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তুরস্ককে সবক দেয় তাদের সবারই রক্ত ঝরানোর ইতিহাস রয়েছে’- বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।

২৪ এপ্রিল (বুধবার) রাজধানী আঙ্কারায় সরকারি আর্কাইভ সংরক্ষণ এবং ঐতিহাসিক গবেষণাবিষয়ক একটি অনুষ্ঠানে বক্তৃতাকালে এ কথা বলেন তিনি।

এরদোগান বলেন, ‘২৫ বছর আগে রুয়ান্ডায় গণহত্যা চালিয়ে আট লাখ মানুষ হত্যায় ফ্রান্সের সম্পৃক্ততার বিষয়টি এখন স্পষ্ট। অথচ এখন তারা আমাদেরকে মানবাধিকার শেখাতে চায়।’

তিনি বলেন, ‘গণহত্যা চালানো ফ্রান্স কোনো পরামর্শ দেয়ারই যোগ্যতা রাখে না। আলজেরিয়া ও রুয়ান্ডায় কারা গণহত্যা চালিয়েছে, তা আমরা ভালোভাবেই অবগত আছি।

তিনি আরো বলেন, ‘বিগত শতাব্দীতে গণহত্যা ও নির্যাতনের জন্য যারা দায়ী এখন তারা মানবাধিকার ও স্বাধীনতার মুখোশ পরিধান করেছে।’

এরদোগান পশ্চিমা বিশ্বের সমালোচনা করে বলেন, ‘তারা মানুষ এবং প্রকৃতির ওপরে বর্বরোচিত যুদ্ধ সব স্বার্থের ওপরে দেখে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত