শিগগির রাশিয়া যাচ্ছেন কিম

প্রকাশ | ২৩ এপ্রিল ২০১৯, ১৩:১১

অনলাইন ডেস্ক

উত্তর কোরিয়া নেতা কিম জং উন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে শিগগিরই মস্কো সফর করবেন। মঙ্গলবার (২৩ এপ্রিল) দেশটির কেন্দ্রিয় বার্তা সংস্থা (কেসিএনএ) একথা জানায়।

কেসিএনএ জানায়, এ সফর চলাকালে কিম জং উন ও রাশিয়ার প্রেসিডেন্টের মধ্যে আলোচনার কথা রয়েছে। রাশিয়ায় কিমের সফর পুতিনের আমন্ত্রণে অনুষ্ঠিত হবে।

এই প্রথমবারের মতো সরকারি এ সংবাদমাধ্যম কিম ও পুতিনের মধ্যে বৈঠকের পরিকল্পনার খবর নিশ্চিত করলো। তবে কেসিএনএ আলোচনার তারিখ ও স্থানের কথা জানায়নি।

গত ফেব্রুয়ারির শেষ নাগাদ ভিয়েতনামের হ্যানয়ে কোন ধরণের চুক্তি ছাড়াই বৈঠক শেষ হয় কিম ও মার্কিন প্রেসিডেন্ট পুতিনের।