ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প

প্রকাশ : ১৩ এপ্রিল ২০১৯, ১১:২৮

সাহস ডেস্ক

ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর অন্তত ২০টি আফটার শক অনুভূত হয়েছে। এ কারণে উপকূলীয় মোরোয়ালি জেলায় সুনামি সতর্কতা জারি করে কর্তৃপক্ষ।

রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থ‍া (ইউএসজিএস) জানিয়েছে, শক্তিশালী কম্পনটি উপকূলবর্তী সুলাওয়েসি দ্বীপের পূর্বাংশে আঘাত হেনেছে।

২০১৮ সালেও সুলাওয়েসি দ্বীপে ভূমিকম্প ও সুনামির তাণ্ডবে অন্তত ৪ হাজার ৩০০ মানুষের প্রাণহানির ঘটনা ঘটে। দেশটির দুর্বল অবকাঠামোর জন্য এ ধরনের দুর্যোগে সেখানে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির আশঙ্কা বেশি থাকে।

ইন্দোনেশিয়া ভূমিকম্প ও অগ্ন্যুৎপাতপ্রবণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত। অঞ্চলটি ভূ-তাত্ত্বিকভাবে ‘রিং অব ফায়ার’ নামে পরিচিত। এজন্য মাঝেমধ্যেই সেখানে প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়।

২০০৪ সালের ২৬ ডিসেম্বর ভারত মহাসাগরে ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে ১৩টি দেশের ২ লাখ ২৬ হাজার মানুষের মৃত্যু হয়। এদের মধ্যে ১ লাখ ২০ হাজারের বেশি নিহত হয়েছিলেন শুধু ইন্দোনেশিয়াতেই। সূত্র: দ্য গার্ডিয়ান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত