ইন্দোনেশিয়ায় ৬.৯ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

প্রকাশ : ১২ এপ্রিল ২০১৯, ১৯:১৪

সাহস ডেস্ক

ইন্দোনেশিয়া ছয় দশমিক নয় মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছে দেশটির মেটেওরোলজি, ক্লাইমেটোলজি অ্যান্ড জিওফিজিকস এজেন্সি (বিএমকেজি)।

শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যা ছয়টা ৪০ মিনিটের দিকে মধ্য সুলাওয়েসির মোরোওয়ালিতে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম দ্য জাকার্তা পোস্ট।

বিএমকেজির মুখপাত্র হ্যারি তির্তো একটি বিবৃতিতে বলেন, ভূমিকম্পটি সুনামির রূপ ধারণ করতে পারে বলে মনে হচ্ছে। গণমাধ্যমটিতে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনটিতে বলা হয়, মধ্য সুলাওয়েসির বাংগাই দ্বীপ থেকে ৮৫ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।

এতে আরও বলা হয়, বিএমকেজি স্থানীয় বাসিন্দাদেরকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। তাৎক্ষণিক কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত