ক্রাইস্টচার্চে হামলাকারীর মানসিক স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

প্রকাশ | ০৫ এপ্রিল ২০১৯, ১২:০১

অনলাইন ডেস্ক

ক্রাইস্টচার্চের দুটি মসজিদে নির্বিচারে গুলি চালিয়ে অর্ধশত ব্যক্তিকে হত্যার দায়ে আটক সন্দেভাজন বন্দুকধারীর মানসিক স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছে নিউ জিল্যান্ডের হাই কোর্ট।

শুক্রবার (৫ এপ্রিল) আদালতের বিচারক ক্যামেরন ম্যানডার এ আদেশ দেন।

বিশেষজ্ঞরা এখন পরীক্ষা করে দেখবেন, ২৮ বছর বয়সী ব্রেন্টন ট্যারান্ট বিচারের মুখোমুখি হওয়ার জন্য ‘উপযুক্ত’ নাকি মানসিকভাবে অসুস্থ, বলেছেন বিচারক ক্যামেরন ম্যান্ডের।

বিচারক, আইনজীবীদের পাশাপাশি এসময় আদালত কক্ষে হতাহতদের আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার দেশটির আদালত জানান, অর্ধশত মুসল্লিকে হত্যাকারী এই যুবককে ৫০টি হত্যা মামলার মুখোমুখি হতে হবে। এ ছাড়া আরও ৩৯টি হত্যাচেষ্টার মামলাও থাকছে তার বিরুদ্ধে।

এদিকে অস্ট্রেলিয়ায় নতুন প্রণয়ন করা একটি আইনে বলা হয়েছে, উগ্রপন্থীদের আধেয়গুলো যদি দ্রুত অপসারণ করতে ব্যর্থ হন, তবে সামাজিকমাধ্যমের নির্বাহীদের কারাগারে যেতে হবে।

ক্রাইস্টচার্চের মসজিদে হামলার সময় হেলম্যাটে বসানো ক্যামেরা দিয়ে এ হত্যাকাণ্ড সরাসরি সামাজিকমাধ্যমে সম্প্রচার করেছিল হত্যাকারী যুবক।