কঙ্গোতে মালবাহী ট্রেন লাইনচ্যুত, নিহত ২৪

প্রকাশ | ১৮ মার্চ ২০১৯, ১৫:৩৯

অনলাইন ডেস্ক

আফ্রিকার মধ্যাঞ্চলের দেশ গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে মালবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩১ জন।

১৮ মার্চ (রবিবার) দেশটির কাসাই-সেন্ট্রাল প্রদেশের কাছে বেনা লেকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মালবাহী হলেও ট্রেনটিতে লুকিয়ে গন্তব্যে যাচ্ছিলেন হতাহত ব্যক্তিরা। ট্রেনটির বেশ কিছু বগি লুয়েম্বে নদীতে পড়ে যায়।

বেনা লেকা রেলওয়ে পুলিশের এক কর্মকর্তা বলেন, আমরা এখন পর্যন্ত ২৪ জনের মরদেহ উদ্ধার করেছি, এদের বেশিরভাগই শিশু। হতাহতের সংখ্যা এখনো প্রাথমিকই বলতে হচ্ছে, কারণ নদীতে পড়ে যাওয়া পাঁচটি বগি এখনো উল্টে আছে। 

প্রতিবেদন লেখার সময় দুর্ঘটনা এলাকায় রাত নেমে যায় বলে উদ্ধার অভিযান স্থগিত করে কর্তৃপক্ষ।

এক মাসের মধ্যে কঙ্গোয় এটি তৃতীয় ট্রেন দুর্ঘটনা। এর আগে কালেন্দা এলাকায় সবশেষ যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়।