ক্রাইস্টচার্চ হামলা নিয়ে যা বললেন ওবামা

প্রকাশ : ১৬ মার্চ ২০১৯, ১২:২১

সাহস ডেস্ক

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে স্মরণকালের ভয়াবহ বন্দুক হামলায় ঝড়ে গেছে ৪৯ প্রাণ। আহত হয়ে চিকিৎসাধীন আরও অন্তত ৪৮জন। এ ঘটনায় শোকে স্তব্ধ গোটা দুনিয়া।

নিউজিল্যান্ডে মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় মর্মাহত সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও। তিনি সমবেদনা ও দুঃখ প্রকাশ করেছেন।

এক টুইট বার্তায় যুক্তরাষ্ট্রের ৪৪তম এই প্রেসিডেন্ট লিখেন, ‘নিউজিল্যান্ডের সব মানুষের জন্য সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা ও আমি সমবেদনা জানাচ্ছি। বর্বরোচিত ওই হামলায় দুঃখ প্রকাশ করছি এবং মুসলিম সম্প্রদায়ের পাশে রয়েছি। সন্ত্রাসী হামলা তা যেভাবেই হোক, তার বিরুদ্ধে আমাদের ঘৃণা সর্বদা।’

প্রসঙ্গত, শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুকধারীদের এলোপাতারি গুলিতে ৪৯ জন মারা যান। আহত হয়েছেন অন্তত ৪৮জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত