নিউজিল্যান্ডের সব মসজিদ একদিন বন্ধ রাখার নির্দেশ

প্রকাশ : ১৫ মার্চ ২০১৯, ১৭:৪৬

সাহস ডেস্ক

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরে দুটি মসজিদে বন্দুকধারীর ভয়াবহ হামলার পর দেশটিতে একদিনের জন্য মসজিদ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত সেখানকার স্থানীয় বাসিন্দাদের বাড়ি থেকে বের হতে এবং রাস্তায় নামতে নিষেধ করা হয়েছে। সেইসঙ্গে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত স্কুলও বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

আজ শুক্রবার (১৫ মার্চ) ভয়াবহ হামলার অন্তত ৪৯ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো অনেকে। হামলার পর দেশটির পুলিশ সব মসজিদ একদিনের জন্য বন্ধ রাখার পরামর্শ দিয়েছে।

ইতিমধ্যে চার সন্দেহভাজন হামলাকারীকে আটকের খবর জানিয়েছে দেশটির পুলিশ। তবে দেশটির পুলিশ নিরাপত্তার জেরে আজকের জন্য দেশের সব মসজিদ বন্ধ রাখার অনুরোধ করেছে।

জানা যায়, ক্রাইস্টচার্চ শহরের হাগলি পার্কমুখী সড়ক দীন এভিনিউতে আল নুর মসজিদে স্থানীয় সময় আজ শুক্রবার বেলা দেড়টা নাগাদ এই হামলার ঘটনা ঘটে। একই সময়ে পাশের আরেকটি মসজিদে হামলা হয়।

এটিকে সন্ত্রাসী হামলা বলে আখ্যায়িত করে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেন বলেছেন, এটি নিউজিল্যান্ডের ইতিহাসের কলঙ্কময় দিনগুলোর একটি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত