যুদ্ধের প্রস্তুতি পাকিস্তান-ভারতের!

প্রকাশ : ০৮ মার্চ ২০১৯, ১২:০৭

সাহস ডেস্ক

পাকিস্তান এবং ভারত উভয়ই বলেছে, পরস্পরের পক্ষ থেকে চালানো যে কোনো আগ্রাসন মোকাবেলার জন্য তারা চরম প্রস্তুতি বজায় রেখেছে। পাকিস্তান এবং ভারতের মধ্যে চলমান উত্তেজনা কমানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায় যখন কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে তখন উভয় দেশ এ বক্তব্য দিল। খবর পার্সটুডে

ভারতীয় বিমান বাহিনী বা আইএএফের বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানি যে কোনো আগ্রাসন শনাক্ত করা এবং  ঠেকিয়ে দেয়ার জন্য আকাশে কঠোর নজর রাখা হয়েছে। 

পাকিস্তান তার আকাশসীমা ওমান, ইরান, আফগানিস্তান এবং চীনের জন্য খুলে দিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এতে আরো বলা হয়, পাক-ভারত আকাশ সীমান্তে ঢোকার এবং বের হওয়ার ১১টি স্থান এখনো ভারতের জন্য খুলে দেয়া হয় নি।

এদিকে, কিছুদিন আগেই পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছেন,  যে কোনো আগ্রাসন বা হঠকারীর মুখে দেশটিকে রক্ষার লক্ষ্যে পাক সেনাবাহিনী দৃঢ় প্রতিশ্রুতিবন্ধ। পাক বাহিনীকে যে কোনো হুমকি মোকাবেলায় অব্যাহত ভাবে সতর্ক এবং প্রস্তুত থাকারও নির্দেশ দেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত