ভারতীয় সেনাবাহিনীর ওপর ফের জঙ্গি হামলা

প্রকাশ : ০৭ মার্চ ২০১৯, ১২:৩৮

সাহস ডেস্ক

ভারতের জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় বুধবার রাতে ভারতীয় সেনাবাহিনীর একটি দলকে লক্ষ্য করে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। তবে কারা হামলা চালিয়েছে, তা-ও স্পষ্ট নয়।

বুধবার (৭ মার্চ) রাতে ভারতীয় সেনার টহলরত গাড়িতে অতর্কিতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে কাশ্মীর পুলিশ।

ঘটনাটি ঘটেছে কুপওয়ারার হান্ডওয়ারার কাছেই, ল্যাংগেটে। জঙ্গিদের খোঁজে জোরদার তল্লাশি চলছে। ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। এখনও পর্যন্ত হতাহতের খবর জানা যায়নি।

এদিকে, আগেই খবর এসেছিল, সীমান্তের ওপারে ভিড় জমাতে শুরু করেছে পাকিস্তানের সেনা। সঙ্গে রয়েছে অস্ত্রও। এই পরিস্থিতিতে ভারতীয় সেনাও সতর্ক। যে কোনও হামলায় কড়া জবাব দিতে প্রস্তুত ভারতীয় বাহিনী।

গত ২৪ ঘন্টায় ভারী অস্ত্রের সাহায্যে কৃষ্ণা ঘাঁটি, সুন্দরবনি এলাকায় হেভি মর্টার শেলিং করেছে পাকিস্তান সেনা। প্রত্যেক ক্ষেত্রে জনবসতি এলাকাগুলিকে টার্গেট করা হচ্ছে বলে জানানো হয়েছে ভারতীয় সেনার তরফে। আর তা যাতে না করা হয় সেই বিষয়টি জানিয়েই পাকিস্তানকে সাবধান করে দিয়েছে ভারতীয় সেনা।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় বাহিনীর ওপর হামলা চালায় পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী। এতে ৪০ জন নিহত হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত