নিজের ড্রাইভিং লাইসেন্স ফেরত দিলেন প্রিন্স ফিলিপ

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৩৮

সাহস ডেস্ক

৯৭ বছর বয়সে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনায় পড়েন রানী এলিজাবেথের স্বামী ও এডিনবার্গের রাজা প্রিন্স ফিলিপ। পরে নিজের ভুল বুঝতে পেরে নিজের ড্রাইভিং লাইসেন্স ফেরত দেন তিনি।

৯ ফেব্রুয়ারি (শনিবার) নিজের ড্রাইভিং লাইসেন্স ফেরত দেন তিনি।

এর আগে গত ১৭ জানুয়ারি (বৃহস্পতিবার) ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলে সেন্ডিংহাম রাজপ্রাসাদের সামনে প্রধান সড়কে তিনি তার ল্যান্ডরোভার গাড়ি নিয়ে চালানোর চেষ্টা করেন।

এ সময় চোখে কম দেখার কারণে অপর একটি গাড়িকে তিনি ধাক্কা মারেন। এতে অপর গাড়ির নারী চালক (২৮) এবং শিশুসহ ওই গাড়ির আরেক নারী আরোহী (৪৫) গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যান।

দুর্ঘটনার দু’দিন পর ফিলিপকে সিটবেল্ট বাঁধার জন্য শতর্ক করেছিল পুলিশ। এর দুই সপ্তাহ পর তিনি স্বেচ্ছায় তার লাইসেন্স ফেরত দিলেন।

ব্রিটেনে গাড়ি চালানোর জন্য কোনো বয়সের বাধা না থাকলেও ৭০ বছরের পর প্রতি তিন বছর পরপর লাইসেন্সের জন্য পরীক্ষা দিতে হয়।

রাজকীয় দায়িত্ব থেকে ২০১৭ সালে অব্যাহতি নিলেও ফিলিপকে তার স্ত্রী রানি এলিজাবেথের সঙ্গে এখনও বিভিন্ন রাজকীয় অনুষ্ঠানে দেখা যায়।

সূত্র: রয়টার্স

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত