জাতিসংঘের উদ্বেগ

রাখাইনে সেনাঘাঁটি তৈরি করছে মিয়ানমার

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৪০

সাহস ডেস্ক

রাখাইন রাজ্য থেকে সংখ্যালঘু রোহিঙ্গা মোসলমানদের তাড়িয়ে দিয়ে সেখানে বেশ কয়েকটি নতুন সেনাঘাঁটি তৈরি করছে মিয়ানমার। দেশটির এ পদক্ষেপে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা ইয়াংঘি লী নিউইয়র্কে নিউইয়র্কে ফ্রি রোহিঙ্গা কোয়ালিশন (এফআরসি) আয়োজিত এক সভায় এ উদ্বেগের কথা জানান।

তিনি বলেন, রাখাইন রাজ্য থেকে এখনও মোসলমানদের তাড়ানো হচ্ছে। সেনাবাহিনীর সাজোঁয়া যান রাতের আধারে রাখাইনে অভিযান চালাচ্ছে বলে সেখানকার বাসিন্দারা অভিযোগ করছে। অনেকে গোলাগুলির শব্দে আতংকে বাড়িঘর ছেড়ে পালাচ্ছে।

দেশটিতে গৃহযুদ্ধ বেধে যাওয়ার আশংকা প্রকাশ করেছেন লী বলেন, রাখাইন থেকে মোসলমান ছাড়া অন্য নৃগোষ্ঠীর লোকজনও পালাতে শুরু করেছে। এ পর্যন্ত এক লাখ ৬২ হাজার মানুষ মিয়ানমারের মধ্যেই বাস্তুচ্যুত হয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালে ২৫ অক্টোবর থেকে সেনাবাহিনী ও উগ্রপন্থী বৌদ্ধদের হামলা ও নির্যাতনের মুখে মিয়ানমার খেকে নতুন করে প্রায় আট লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রেবশ করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত