বিহারে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৬

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১৫

সাহস ডেস্ক

ভারতের বিহারে ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও অনেকে। 

রবিবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে বিহারের হাজিপুরে দিল্লিগামী ‘সীমাঞ্চল এক্সপ্রেস’র ৯টি বগি লাইনচ্যুত হয়ে এই হতাহতের ঘটনা ঘটে। 

দেশটির রেলমন্ত্রী পীযুষ গোয়ালাও টুইটারে দুর্ঘটার খবরটি শেয়ার করেছেন।

ভারতীয় রেল কতৃপক্ষ জানিয়েছে, ৩.৫২ মিনিটের দিকে মেহনার রোড দিয়ে ট্রেনটি যাচ্ছিল। তার কিছুক্ষণ পরই এই দুর্ঘটনাটি ঘটেছে। শোনপুর ও বরাউনি থেকে চিকিৎসক ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছেন।  

পূর্ব রেলওয়ের মুখপাত্র রাজেশ কুমার জানান, লাইনচ্যুত বগিগুোর মধ্যে রয়েছে স্লিপারের এস ৮, এস ৯ ও এস ১০ , একটি জেনারেল বগি, একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগি (বি৩)। 

আহতদের অনেকে জানিয়েছেন, ভোরে মারাত্মক শব্দে ঘুম ভেঙে যায়। এ সময়ই শাহাদাই বুজুর্গের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে। উদ্ধার কাজ শুরু হলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সূত্র: জিনিউজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত