পণ্য ডেলিভারি করবে রোবট

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০১৯, ১৩:০১

সাহস ডেস্ক

বিশ্বের অন্যতম শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান আমাজন অনলাইনে অর্ডার করা পণ্য রোবটের মাধ্যমে ডেলিভারি শুরু করেছে। 

জনপ্রিয় এ প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই পরীক্ষামূলকভাবে ছয়টি রোবট নামিয়েছে। ছয়টি রোবটের নাম রাখা হয়েছে ‘স্কাউট’।

সম্প্রতি আমাজনের ভাইস প্রেসিডেন্ট সিয়ান স্কট প্রতিষ্ঠানটির ব্লগে রোবট দিয়ে পণ্য ডেলিভারির ঘোষণা দেন। আপাতত শুধু ওয়াশিংটন রাজ্যের স্নোহোমিশ কাউন্টিতে কাজ করবে এ অত্যাধুনিক প্রযুক্তি।

সিয়ান স্কট বলেছেন, শিয়াটলে আমাদের গবেষণা ও উন্নয়ন ল্যাবে স্কাউটগুলো তৈরি করেছি। এটা নিশ্চিত যে- নিজের পথে থাকা পোষা প্রাণী, পথচারী এবং অন্য যেকোনো বস্তুর বাধা পেরিয়ে গন্তব্যে যেতে পারবে রোবটগুলো।

এদিকে, একটি রোবট গ্রাহককে পণ্য ডেলিভারি করছে এমন প্রমোশনাল ভিডিও প্রকাশ করেছে আমাজন। সেখানে দেখা গেছে, গ্রাহক রোবটের কাছে চলে আসলে ঢাকনা খুলে যায় রোবটটির। তবে রোবটটি ঠিক কীভাবে কাজ করে, সেসব বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

যুক্তরাষ্ট্রের মাটিতে রোবট ডেলিভারি এটিই প্রথম নয়। কয়েক বছর আগে থেকেই প্রযুক্তি প্রতিষ্ঠান মার্বেল এবং স্টারশিপের নির্মিত রোবট দিয়ে ক্যালিফোর্নিয়ার স্যান ফ্রান্সিসকোতে পণ্য ডেলিভারি হচ্ছে।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত