রাখাইন পরিদর্শনে জাতিসংঘের বিশেষ দূত

প্রকাশ : ২২ জানুয়ারি ২০১৯, ১৬:৪৭

সাহস ডেস্ক

মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন বার্গেনার মঙ্গলবার রাখাইনের উত্তরাঞ্চল পরিদর্শন করবেন। সহিংসতা কবলিত রাখাইনে জাতিসংঘের সহযোগিতার উপায় খোঁজার জন্য তিনি এই সফর করছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম মিয়ানমার টাইমস।

সোমবার রাখাইনের পার্লামেন্টের স্পিকার ইউ মিয়া থান বলেন, আলোচনার নির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে আমরা জানি না। কিন্তু আগামীকাল (মঙ্গলবার) বৈঠকের সূচি নির্ধারিত করা হয়েছে।

আইনসভার সিনিয়র এক সদস্য জানিয়েছেন, জাতিসংঘের বিশেষ দূত সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর রাখাইনের পার্লামেন্টের সদস্যদের সাথে বৈঠক করার অনুরোধ জানিয়েছেন।

মংডুর প্রধান প্রশাসনিক কর্মকর্তা ইউ ইয়ে হতু সোমবার জানিয়েছেন, মংডুতে জাতিসংঘের বিশেষ দূতের বৈঠক সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি। মংডুতে তার সফর সম্পর্কে নির্দিষ্ট তথ্য আমরা পাইনি।

মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, রবিবার রাজধানী নেপিদোতে পৌঁছান ক্রিস্টিন। তিনি সমাজকল্যান, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী এবং রাষ্ট্রীয় উপদেষ্টার কার্যালয়ের সঙ্গে বৈঠক করবেন। তবে তিনি রাষ্ট্রীয় উপদেষ্টা ও শীর্ষ সামরিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন কিনা তা নিশ্চিত না।

২০১৮ সালের অক্টোবরে ক্রিস্টিন রাখাইনের কয়েকটি শরণার্থী শিবির পরিদর্শন করেন। এছাড়া তিনি কিয়াকতাউ, বুথিডাউং, মংডু ও সিতের পুনস্থানান্তর কেন্দ্রগুলোও ঘুরে দেখেন। এসময় তিনি স্থানীয় বেসামরিক বাসিন্দা ও সামরিক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছিলেন।

জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও শরণার্থীবিষয়ক কমিশন (ইউএনএইচসিআর) বাংলাদেশে আশ্রয় নেওয়া ৭ লাখের বেশি রোহিঙ্গাকে রাখাইনে ফিরিয়ে নেওয়ার উদ্যোগে সহযোগিতা করছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত