ইসরাইলি বোমা হামলায় নিহত ৪ সিরীয় সেনা

প্রকাশ | ২১ জানুয়ারি ২০১৯, ১৮:৫৭

অনলাইন ডেস্ক

সিরিয়ায় ইসরাইলের ক্ষেপণাস্ত্র ও গাইডেড বোমা হামলায় কমপক্ষে ৪ সিরীয় সেনা নিহত ও ৬ জন আহত হয়েছেন। ইহুদিবাদী দেশটি রাতভর সিরিয়ার বিমানবন্দর লক্ষ্য করে কমপক্ষে ৩০টি ক্ষেপণাস্ত্র ও গাইডেড বোমা হামলা চালায়।

২১ জানুয়ারি (রবিবার) রাতে ওই হামলা চালানো হয়।

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে, সব ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করেছেন সিরীয় সেনারা। 

সিরিয়ার একটি সামরিক সূত্র বলছে, আমাদের বিমান প্রতিরক্ষাব্যবস্থা ইসরাইলের এ আগ্রাসন নস্যাৎ করে দিয়েছে। খবর ইন্টারফেক্স ও আলজাজিরার।

দামেস্ক বিমানবন্দরের কাছে সিরিয়ার সামরিক বাহিনী ইসরাইলের সাতটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি এবং বিমানবন্দরেরও কোনও ক্ষতি হয়নি বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এ ঘটনার কিছুক্ষণ পরই ইসরাইলি বাহিনী দাবি করেছে, তাদের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা দিয়ে একটি রকেট ভূপাতিত করা হয়েছে। রকেটটি অধিকৃত গোলানের উত্তর অংশ লক্ষ্য করে ছোড়া হয় বলে ইসরাইল দাবি করেছে। তবে কোথা থেকে রকেটটি ছোড়া হয়েছে তা সামরিক বিবৃতিতে পরিষ্কার করা হয়নি।

ইসরাইলের দাবি, সিরিয়ায় ইরানের রিপাবলিকান গার্ডের ইউনিট কুদসের ঘাঁটি তারা এ হামলা করেছে।

ইসরাইল গত কয়েক বছর ধরে মাঝেমধ্যেই সিরিয়ার ওপর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।