মালিতে জঙ্গি হামলায় ১০ জাতিসংঘ শান্তিরক্ষী নিহত

প্রকাশ : ২১ জানুয়ারি ২০১৯, ১১:২০

সাহস ডেস্ক

জাতিসংঘ বলছে, উত্তর মালিতে সন্দেহভাজন ইসলামপন্থী জঙ্গিদের হামলায় তাদের শান্তিরক্ষী মিশনের ১০ কর্মী নিহত হয়েছেন। এ ছাড়া বন্দুকধারীদের গুলিতে অন্তত ২৫ চাঁদ সেনা আহত হয়েছেন।

রবিবার (২০ জানুয়ারি) সকালে আগুয়েলহকে অবস্থিত জাতিসংঘের ক্যাম্পে জঙ্গিরা হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এটি তাদের সর্বশেষ আক্রমণ বলে দাবি করছে আল-কায়েদার উত্তর আফ্রিকান শাখা, ইসলামী মাঘরেব আল-কায়েদা।

ইসলামী মিলিশিয়াদের বিপক্ষে লড়াইয়ের জন্য ২০১৩ সালে মালিতে জাতিসংঘ মিশন প্রতিষ্ঠা করা হয়েছিল।

তার পর থেকেই জঙ্গিরা জাতিসংঘ ও মালি সৈন্যদের ওপর হামলা চালিয়ে আসছে।

বেসামরিক নাগরিকসহ ১৫ হাজারের বেশি কর্মীকে জাতিসংঘের মাল্টিডাইমেনশনাল ইন্টিগ্রেটেড স্ট্যাবিলাইজেশন মিশনের (এমআইএনইউএসএমএ) অংশ হিসেবে নিযুক্ত করা হয়।

কিন্তু দেশটির কিছু অংশ এখনো সরকারের নিয়ন্ত্রণে নেই।

সূত্র: বিবিসি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত