x

এইমাত্র

  •  মুক্তিযুদ্ধকালীন সরকারের উপদেষ্টা মোজাফফর আহমদ আর নেই

চিলিতে ৬.৭ মাত্রার ভূমিকম্প

প্রকাশ : ২০ জানুয়ারি ২০১৯, ১২:১০

সাহস ডেস্ক

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ৬ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। 

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাতে চিলির উত্তরাঞ্চলীয় উপকূলের কোকিম্বো থেকে ১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আঘাত হানে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ভূমিকম্পের পর কয়েক হাজার ঘরবাড়ি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষতি বা কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বলছে, কোকিম্বো ও আতাকামা ছাড়াও সান্তিয়াগো, হিগিনস, ভালপারাসিও এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানান, কম্পনে পুরনো ভবনগুলো সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। সংলগ্ন সৈকত শহর লা সেরেনায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। সান্তিয়াগো ৪০০ কিলোমিটার দূরত্বে অবস্থিত এ শহরটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়।

বিশ্বের ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে একটি চিলি। ১৯৬০ সালে চিলির ভালদিভিয়া এলাকায় ৯ দশমিক ৫ মাত্রার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত