নিজের পোষা কুমিরের হামলায় মারা গেছেন নারী বিজ্ঞানী

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৯, ১৮:০১

সাহস ডেস্ক

ইন্দোনেশিয়ার সুলাওসি দ্বীপে নিজের প্রকাণ্ড পোষা কুমিরের হামলায় মারা গেছেন ৪৪ বছর বয়সী এক নারী বিজ্ঞানী।

১৬ জানুয়ারি (বুধবার) দেশটির কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছে।

উত্তর সুলাওসি দ্বীপের মিনাহাসায় একটি ফার্মের গবেষণাগারের প্রধান ছিলেন এই নারী বিজ্ঞানী। গত বৃহস্পতিবার চার ফুট চার মিটার লম্বা কুমিরটি তার ওপর চড়াও হলে তিনি মারা যান।

পর দিন সকালে হেন্ড্রিক রুডেনগান নামের এক সহকর্মী তার মরদেহ খুঁজে পান। ঘটনার তদন্ত চলছে জানিয়ে পুলিশ বলছে, ‘তিনি কুমিরের খাঁচার ভেতর পড়ে গিয়েছিলেন বলেই মনে হচ্ছে।’

মেরি নামের কুমিরটি তার একটি হাত খেয়ে ফেলেছে। তার পাকস্থলীর অধিকাংশ পাওয়া যায়নি।

রুডেনগান বলেন, ‘মনে হয় তার শরীরের নিখোঁজ অংশ কুমিরটির পেটের ভেতর চলে গেছে।’

প্রায় একডজন লোকের চেষ্টায় কুমিরটিকে ওই খাঁচা থেকে একটি বন্যপ্রাণী সংরক্ষণাগারে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তার পেট পরীক্ষা করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত