কঙ্গোয় প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী দলীয় প্রার্থীর জয়

প্রকাশ | ১০ জানুয়ারি ২০১৯, ১০:৩৬

অনলাইন ডেস্ক

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর দীর্ঘ প্রতিক্ষিত প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী দলীয় প্রার্থী ফেলিক্স সিসেকেদি জয়লাভ করেছেন।  নির্বাচন কমিশনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

দেশটির স্বাধীন জাতীয় নির্বাচন কমিশনের (সিইএনআই) প্রধান কর্নিলে নাঙ্গা বলেন, ‘৩৮ দশমিক ৫৭ শতাংশ ভোট পাওয়ায় ফেলিক্স সিসেকেদিকে প্রাথমিকভাবে কঙ্গোর নির্বাচিত প্রেসিডেন্ট ঘোষণা করা হল।

প্রাথমিক ফলাফলেও আরেক বিরোধ দলীয় প্রার্থী মার্টিন ফায়লু ও ক্ষমতাসীন জোটের এমানুয়েল শ্যাডারির থেকে এগিয়ে ছিলেন তিনি।

আর এবার দেশটির স্বাধীনতা পর প্রথম কোনও বিরোধী নেতা হিসেবে জয় পেলেন সিসেকেদিই। ১৮ বছর ক্ষমতায় থাকার পর দায়িত্ব ছাড়ছেন বর্তমান প্রেসিডেন্ট জোসেফ কাবিলা। এই ভোটগ্রহণের টার্নআউট ছিলো ৪৮ শতাংশ।

৩০ ডিসেম্বর কঙ্গোতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের দুই বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর আগে ২০০৬ ও ২০১১ সালের নির্বাচনের ফল ঘোষণার পর দেশটিতে সহিংসতা ছড়িয়ে পড়েছিল। আন্তর্জাতিক সম্প্রদায় এবারও তেমন সহিংসতার আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছিলো।