সুদানে সরকারবিরোধী আন্দোলনে নিহত ১৯

প্রকাশ | ২৮ ডিসেম্বর ২০১৮, ১৬:৩২

অনলাইন ডেস্ক

সুদানে সরকারবিরোধী বিক্ষোভে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো অনেকে। রুটির দাম বৃদ্ধিতে গত ১৯ ডিসেম্বর থেকে সুদানের রাজধানী খার্তুমসহ বিভিন্ন শহরের রাস্তায় বিক্ষোভ করছে সুদানের হাজার হাজার নাগরিক। তা নিয়ে দেশটির পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ বাঁধে।

সুদানের সরকার দেশটিতে রুটির দাম ২ সেন্ট থেকে বাড়িয়ে ৬ সেন্ট করেছে। দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিক্ষোভে ১৯ জন নিহত হয়েছে। তবে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ৩৭ জন নিহত হওয়ার খবর জানায়।

বৃহস্পতিবার দেশটির রষ্ট্রিীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাতকারে সরকারি মুখপাত্র বশারা জুমা বলেন, নিরাপত্তা বাহিনীর দুইজন সহ মোট ১৯ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছে ২১৯জন।

এর আগে দেশটি সরকার-বিরোধী বিক্ষোভে ৯ জন মৃত্যুর খবর নিশ্চিত করছিল।

এছাড়া বৃহস্পতিবার দেশটির সাংবাদিকদের একটি সংগঠন ধর্মঘটের ডাক দেয়। তাদের অভিযোগ দেশটির সরকার নানাভাবে সাংবাদিকদের ওপর নির্যাতন করে।

সূত্র: আল-জাজিরা