‘সত্যিকার একজন নেতা সবসময় ইউটার্ন নিতে পারবেন’

প্রকাশ | ১৭ নভেম্বর ২০১৮, ১৪:২২

অনলাইন ডেস্ক

‘একটি দেশের সত্যিকার একজন নেতা সবসময় ইউটার্ন নিতে পারবেন। পরিস্থিতি ও সময় অনুসারে তিনি তার কৌশলও বদলাতে পারবেন’ বলেছেন- পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

আজ ১৭ নভেম্বর (শনিবার) দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ইমরান বলেন, ‘যদি কোনো নেতা সময়মত ইউটার্ন না নেন, তবে তিনি কোনো সত্যিকার নেতা নন।’

নিজের বক্তব্যের পক্ষে যুক্তি দিতে গিয়ে জার্মান নেতা অ্যাডলফ হিটলার ও ফরাসি সামরিক নেতা নেপোলিয়ান বোনাপার্টের ব্যর্থতার কথা উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, রাশিয়া যুদ্ধে পরিস্থিতি অনুসারে কৌশল পরিবর্তন করতে পারেননি বলে হিটলার ও বোনাপোর্ট পরাজিত হয়েছিলেন।

তিনি বলেন, ‘দায়িত্বের প্রয়োজন ও দেশের স্বার্থে নেতাদের সবসময় ইউটার্নের জন্য প্রস্তুত থাকতে হবে।’

পাকিস্তানের বিরোধী দলীয় নেতারা সবসময় ইমরান খানের বিরুদ্ধে ইউটার্নের অভিযোগ করে আসছেন। নির্বাচনের সময় তিনি তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা থেকে বরাবরের মতো সরে আসছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ।

বিরোধীরা তাকে মাস্টার অফ ইউটার্ন হিসেবে অভিহিত করে রেখেছেন আগেই।

ইমরান খানের মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে পাকিস্তান পিপলস পার্টির নেতা সাইয়েদ খুরশিদ শাহ বলেন, ‘ইউটার্ন মন্তব্য দিয়ে ইমরান খান নিজেকেই হিটলার হিসেবে আখ্যায়িত করেছেন।’