হজ-ওমরাহ থেকে বঞ্চিত হচ্ছে ফিলিস্তিনি নাগরিকরা

প্রকাশ : ০৯ নভেম্বর ২০১৮, ১৭:৩৩

সাহস ডেস্ক

জর্ডান কিংবা লেবাননের সাময়িক পাসপোর্ট ব্যবহার করে সৌদি হজ-ওমরাহ করতে যেতেন ফিলিস্তিনি নাগরিকরা। কিন্তু সৌদির নতুন নীতির কারণে হজ-ওমরাহ করার সুযোগ থেকে বঞ্চিত হতে যাচ্ছেন প্রায় ৩০ লাখ (২৯ লাখ ৪০ হাজার) ফিলিস্তিনি নাগরিক।

গত ১২ সেপ্টেম্বর থেকে সৌদি আরবের নতুন এই নীতি কার্যকর করা হয়েছে।

এর ফলে জর্ডান, লেবানন, পূর্ব জেরুজালেম ও ইসরায়েলে বসবাসরত ফিলিস্তিনিরা আর হজ-ওমরাহ পালন করতে সৌদি যেতে পারবেন না। কারণ তাদের অন্য কোনো ট্র্যাভেল ডকুমেন্ট নেই যা দিয়ে তারা সৌদি ভ্রমণ করতে পারেন।

ইসরায়েল, পূর্ব জেরুজালেম ও জর্ডানের কয়েকজন ট্রাভেল এজেন্ট জানিয়েছে, জর্ডানের সংশ্লিষ্ট মন্ত্রণালয় তাদের বলেছে জর্ডানের সাময়িক ভিসা দিয়ে মক্কা ভ্রমণের জন্য ভিসার আবেদন করতে আম্মানের সৌদি দূতাবাস নিষেধ করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত