যুক্তরাষ্ট্রে বারে বন্দুক হামলায় নিহত ১৩

প্রকাশ : ০৮ নভেম্বর ২০১৮, ১৮:০২

সাহস ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের থাউজ্যান্ড ওকসের একটি বারে বন্দুকধারীর গুলিতে অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে দেশটির পুলিশের ডেপুটি শেরিফ রন হেলুসও রয়েছেন। পরে পুলিশের গুলিতে বন্দুকধারীও মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো কয়েক ডজন মানুষ।

ঘটনার সময় 'বর্ডারলাইন বার এন্ড গ্রিল' নামের ওই বারের মধ্যে বহু শিক্ষার্থী উপস্থিত ছিল। নিহতের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী বলে ধারণা করা হচ্ছে। খবর এএফপি ও আল-জাজিরার।

ভেন্চুরা কাউন্ডি শেরিফের সার্জেন্ট এরিক বুচাও বলেন, একজন বন্দুকধারী সেখানে হামলা চালায়। হামলাকারীও ঘনটাস্থলে নিহত হয়েছে। অস্ত্রধারী বারের মধ্যে ঢুকেই কয়েকটি ছোট বোমা ছুঁড়ে দেয়। এরপর স্বয়ংক্রিয় বন্দুক দিয়ে গুলি চালাতে শুরু করে।

দৈনিক ওয়াশিংটন পোস্ট বলছে, স্থানীয় সময় বুধবার রাত ১১টা ২০ মিনিটের দিকে ওই হামলাকারী বারে আক্রমণ করে। ১২টা ৫০ মিনিটের দিকে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই'র পাশাপাশি সোয়াত টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়।

ক্যালিফোর্নিয়া পুলিশের কর্মকর্তা কুরেদজিয়ান বলেন, আমাদের দৃঢ় বিশ্বাস যে, বর্ডারলাইন বার অ্যান্ড গ্রিলের ভেতরে কোনো শ্যুটার নেই। লস অ্যাঞ্জেলসের ৬৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে এই বারের অবস্থান।

সিএনএন বলছে, বারে স্থানীয় একটি কলেজের সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়েছিল। এতে কমপক্ষে ২০০ মানুষ অংশ নিয়েছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত