ভারতে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ৯ সদস্য নিহত

প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৮, ১৫:৪৮

সাহস ডেস্ক

ভারতের ছত্তিশগড় রাজ্যে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের নয় সদস্যসহ ১০ জন প্রাণ হারিয়েছেন। হতাহতরা দুর্গ জেলার ভিলাইয়ের বাসিন্দা। ঘটনার পর ট্রাক ফেলে পালিয়েছে চালক। তাকে গ্রেপ্তার করতে বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করেছে পু্লিশ।

রবিবার (১৪ অক্টোবর) সকালে রাজ্যের রাজধানী রায়পুর থেকে ৭০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে রাজনান্দগাঁওয় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এনডিটিভির খবরে বলা হয়, নিহতদের বহনকারী এসইউভিটি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। ডোঙ্গারগড় শহরে মা বামলেশ্বরি মন্দিরে পূজা শেষে ওই এসইউভিতে করে ফিরছিলেন নিহতরা। পথে রাজনান্দগাঁও-দুর্গ সড়কে দুর্ঘটনায় পড়েন। হতাহতদের অধিকাংশই একই পরিবারের সদস্য।

প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জানা গেছে, ওই এসইউভিটির চালক অন্য আরেকটি গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে এসইউভিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এসইউভির নয় আরোহী ঘটনাস্থলেই নিহত হন। অপর একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হওয়ার পর আহত এক শিশুকে রাজনান্দগাঁওয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। আহত আরও তিন জনকে ভিলাই শহরের হাসপাতালে পাঠানো হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত