নেপালে তুষারঝড়ে ৮ পর্বতারোহীর প্রাণহানি

প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৮, ১৫:০৬

সাহস ডেস্ক

নেপালের গুর্জা পর্বতে তুষারঝড়ের কবলে পড়ে আট পর্বতারোহী প্রাণ হারিয়েছে এবং একজন নিখোঁজ রয়েছে। তুষারঝড়ে তাদের তাঁবু বিধ্বস্ত হলে প্রাণহানির এ ঘটনা ঘটে।

আজ ১৩ অক্টোবর (শনিবার) উদ্ধারকর্মীরা আট জনের মরদেহ উদ্ধার করে। এদের মধ্যে দক্ষিণ কোরিয়ার সাত পবর্তারোহী ও তাদের নেপালী গাইড রয়েছে। তবে বিরূপ আবহাওয়া ও তুষারপাতের কারণে উদ্ধারকাজ বিঘ্নিত হচ্ছে।

পুলিশ কর্মকর্তা শৈলেশ থাপা বলেন, ‘প্রবল তুষারঝড়ের কারনে গাছ-পালা ভেঙে পড়ে এবং তাঁবু ছিন্নভিন্ন হয়ে যায়। এমনটি মৃতদেহগুলোও ছড়িয়ে-ছিটিয়ে ছিলো।’

দলটির আয়োজক সংস্থা ট্র্যাকিং ক্যাম্প নেপালের কর্মকর্তা ওয়াংচু শেরপা বলেন, ‘গত ২৪ ঘন্টায় পর্বতারোহীদের সাথে কোন সংযোগ না ঘটায় তারা ঘটাতে দুর্যোগ সতর্কতা জারি করেন। গ্রামবাসী ও হেলিকপ্টার দিয়ে তাদেও সন্ধান করেন।’

দক্ষিণ কোরিয়ান দলটি ও তাদের গাইড গুর্জা পর্বতের ৭ হাজার ১৯৩ মিটার উচ্চতায় (২৩ হাজার ৫৯৯ ফুট) ক্যাম্প স্থাপন করেছিলো। তারা ভালো আবহাওয়ার জন্য অপেক্ষায় ছিলো পর্বতের চূড়ায় উঠার জন্য।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত