হারিকেন মাইকেলের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ১৬

প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৮, ১২:৪৭

সাহস ডেস্ক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা শহরে হারিকেন মাইকেলের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ১৬ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে তল্লাশী ও উদ্ধারকারী দল তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে।

ফ্লোরিডা গভর্ণর রিক স্কট বলেন, ঝড়টি একটি বোমা হামলার মতো ছিল। এর ফলে মেক্সিকো বিচটি লণ্ডভণ্ড হয়ে গেছে।’

বুধবার ক্যাটাগরি ৪ ঝড়ের শক্তি নিয়ে মাইকেল শহরটিতে আঘাত হানে। মেক্সিকো বিচে ঘন্টায় ১৫৫ মাইল বেগে বয়ে যাওয়া ঝড়ে বেশ কয়েকটি বাড়িঘর, দোকান, রেস্তোরাঁ ধসে গেছে। উদ্ধারকারী দলের সদস্যরা ধ্বংসস্তুপের নিচে চাপা পড়াদের তল্লাশী চালাতে শুক্রবার মেক্সিকো বিচে শিকারী কুকুর ব্যবহার করে। 

ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এফইএমএ)’র প্রধান ব্রুক লং মৃতের সংখ্যা বেড়ে যেতে পারে বলে সতর্ক করেছেন।

রাজ্যের কর্মকর্তারা জানান, মেক্সিকো বিচের বাসিন্দাদের অন্যত্র যাওয়ার নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু অনেকে বাড়িতে অবস্থান করে ঝড় মোকাবেলা করার চেষ্টা করেন।

ফ্লোরিডার জ্যাকসন কাউন্টির বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম জানায়, ঝড়ে ফ্লোরিডায় অন্তত সাতজন, ভার্জিনিয়ায় পাঁচ, জর্জিয়ায় একজন ও নর্থ ক্যারোলাইনায় তিন জন মারা গেছে। এই নিয়ে মৃতের সংখ্যা ১৬ জনে দাঁড়িয়েছে।

কর্মকর্তারা বলেন, সর্বশেষ ম্যাকডাওয়েল কাউন্টির নর্থ ক্যারোলাইনায় রাস্তায় পড়ে থাকা একটি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় অন্তত দুই জন মারা গেছে। ফ্লোরিডা, জর্জিয়া ও ভার্জিনিয়ায় হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পুনরায় সম্পূর্ণ বিদ্যুৎ সংযোগ দিতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তার ফ্লোরিডা ও জর্জিয়ায় যাওয়ার পরিকল্পনা রয়েছে। জর্জিয়ায় হারিকেন মাইকেল কতোটা ভয়াবহভাবে আঘাত হেনেছে সে সম্পর্কে মানুষের কোন ধারণা নেই।

তিনি আরো বলেন, সরকার দুর্যোগপূর্ণ রাজ্যগুলোর প্রতিটি এলাকায় ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে ঘুরে দাঁড়াতে তীব্র চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা জনগণের পাশে আছি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত