অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৮, ১৭:৪২

সাহস ডেস্ক

বিশ্ব অর্থনীতিতে দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়ন আর বিশ্বমানুষের কল্যাণে অবদান রাখায় উইলিয়াম নর্ডহাউস আর পল রোমারকে অর্থনীতি শাস্ত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। বিজয়ী দুই অর্থনীতিবিদ যুক্তরাষ্ট্রের নাগরিক।

সোমবার (৮ অক্টোবর) স্টকহোমে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এই পুরস্কার ঘোষণা করে। নর্ডহাউসকে জলবায়ু-অর্থনীতিতে ভূমিকা রাখার জন্য আর রোমারকে লোকায়ত প্রবৃদ্ধির তত্ত্বের জন্য এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।

উইলিয়াম ডি নরডাস যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের অধ্যাপক। ১৯৪১ সালে তিনি যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে জন্মগ্রহণ করেন। ইয়েল ইউনিভার্সিটিতেই পড়াশোনা করেন তিনি।

পল এম রোমার চলতি বছরের জানুয়ারি পর্যন্ত বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৫৫ সালে তিনি যুক্তরাষ্ট্রের ডেনভারে জন্মগ্রহণ করেন। শিকাগো ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন তিনি।

উল্লেখ্য, ১৮৯৫ সালের নভেম্বর মাসে আলফ্রেড নোবেল তার মোট উপার্জনের ৯৪% (৩ কোটি সুইডিশ ক্রোনার) দিয়ে তার উইলের মাধ্যমে নোবেল পুরস্কার প্রবর্তন করেন। এই বিপুল অর্থ দিয়েই শুরু হয় পদার্থবিজ্ঞান,রসায়ন,চিকিৎসাবিজ্ঞান,সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার প্রদান। পরে তালিকায় যুক্ত হয় অর্থনীতি। পুরস্কার ঘোষণার আগেই মৃত্যু বরণ করেছিলেন আলফ্রেড নোবেল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত