জম্মু-কাশ্মীরে ৪.৬ মাত্রার ভূমিকম্প

প্রকাশ : ০৭ অক্টোবর ২০১৮, ১১:৫৮

সাহস ডেস্ক

ভারতের জম্মু-কাশ্মীরে আজ রবিবার (৭ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৮.০৯ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৬। ভূমিকম্পের এখনো কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে, এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। মাটি কেঁপে উঠতেই বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন এলাকাবাসীরা।

জম্মু-কাশ্মীর ভূমিকম্পপ্রবণ রাজ্য। ২০০৫ সালের ৮ অক্টোবর জম্মু-কাশ্মীরের লাইন অব কন্ট্রোলে ভূমিকম্পে ৮০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। গত মাসেও দু’দুবার কেঁপে ওঠে জম্মু-কাশ্মীর উপত্যকা। গত ১২ সেপ্টেম্বর ৪.৬ রিখটার স্কেলে কেঁপে ওঠে মাটি ৷ ভোর ৫.১৫ নাগাদ কম্পন অনুভূত হয় ৷ কয়েক ঘণ্টার ব্যবধানে ফের কেঁপে ওঠে মাটি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.১। 

সূত্র: এনডিটিভি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত