আমাদের ভদ্রতাকে দুর্বলতা ভেবে ভুল করবেন না: জেরেমি হান্ট

প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৮

অনলাইন ডেস্ক

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট ইউরোপিয়ান ইউনিয়নকে(ইইউ) হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তারা যেন ব্রিটিশদের ভদ্রতাকে দুর্বলতা না ভাবে। ইইউ ও যুক্তরাজ্যের মধ্যে ব্রেক্সিট ইস্যুতে আলোচনা অচল অবস্থায় পৌঁছানোর পর এমন হুঁশিয়ারি দিলেন হান্ট।

সম্প্রতি ব্রেক্সিট নিয়ে যুক্তরাজ্যের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ইইউ। প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর ইউরোপীয় পরিষদের প্রধান ডোনাল্ড টাস্ক তার ইনস্টাগ্রাম একাউন্টে একটি থেরেসা মে সম্বলিত একটি উস্কানিমূলক ছবি পোষ্ট করেন। 
 

ওই পোস্টের পর টাস্ক বলেন, তিনি মে’কে শ্রদ্ধা করেন আর কিছুটা ছাড় দেওয়া সম্ভব। কিন্তু হান্ট বলেন, টাস্কের পরিস্থিতি পরিবর্তন করা বন্ধ করা দরকার। 

তিনি জোর দিয়ে বলেন যে, সময় হয়েছে ইইউ’র মানুষদের চুক্তিবিহীন ব্রেক্সিটের রসাতল থেকে পিছু হটার। তাদের উচিত বসে আলোচনা করা যে, কিভাবে ব্রেক্সিটকে বোধগম্য করা যায় ও সত্যিকারে কাজ করে এরকম মজবুত প্রস্তাব উত্থাপন করা।

সূত্র: বিবিসি